• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চারদিকে সরকার হটাও আওয়াজ উঠেছে: মিনু

প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ৬:১৫

চারদিকে সরকার হটাও আওয়াজ উঠেছে: মিনু

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘চারদিকে এখন এই আওয়াজ উঠেছে যে, এই সরকার হটাও, দেশ বাঁচাও। রিশাওয়ালা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের সাধারণ একজন কৃষকও এখন আর এই সরকারকে সহ্য করতে পারছে না।

আগামী৩ তিন ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে রাজশাহী মহানগর মহিলা দলের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেছেন। শুক্রবার দুপুরে নগর বিএনপি কার্যালয়ে এই সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিনু।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে হামলা: পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায়

তিনি বলেন, দেশে এখন মারাত্বক দুর্ভিক্ষ শুরু হয়েছে। পরিবারের সদস্যদের মুখে দুই বেলা খাবার তুলে দিতে অভিভাবকরা হিমশিম খাচ্ছেন। প্রতিদিন নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আটার দাম ৭০ টাকার ঘরে পৌঁছে গেছে। চিনি ১০০ টাকার উপরে, চালও জনগণের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। তাই এই সরকারের জনপ্রিয়তা বলতে আর কিছু নেই।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

মহিলা দলের রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নাহারেরর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাক্ষ সকিনা খাতুনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

আরও পড়ুনঃ  বাগমারায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবকের জরিমানা, কারাদণ্ড

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকাসানা বেগম টুকটুকি প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675