স্টাফ রিপোর্টার : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সকল জোনাল ব্যবস্থাপকদের ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায়িক পারফরমেন্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রইছউল আলম মন্ডল। মহাব্যবস্থাপক (পরিচালন) মাকসুদা নাসরীন এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক।