নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। বিকাল ৫:১২। ৫ মে, ২০২৫।

রাজশাহীতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার মামলায় শ্বশুর গ্রেপ্তার

Somoyer Kotha
মার্চ ১৫, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার কলমা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

গত বুধবার ধর্ষণচেষ্টার ঘটনা জানাজানি হলে গতকাল শুক্রবার বিকেলে এলাকাবাসী ওই ব্যক্তির বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। পরে ছেলে বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করে।

মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, গত বুধবার সকালে কাজে বের হন অভিযুক্ত ব্যক্তির নির্মাণশ্রমিক ছেলে। সকাল ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তি ছেলের বউকে নিজের ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী কোনোমতে পালিয়ে বাবার বাড়ি চলে যান। গতকাল ছেলে শ্বশুরবাড়ি যান স্ত্রীকে নিয়ে আসতে।

এ সময় তিনি স্ত্রীর কাছ থেকে ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে বাবার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ সময় আশপাশের মানুষ ঘটনা জেনে গিয়ে বাড়ি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ সেই বাড়িতে হাজির হয়।

এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই ব্যক্তি জানিয়েছেন যে, তাঁর ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাঁকে ঘরে ডেকেছিলেন। কথা বলার একপর্যায়ে তাঁর হাত ধরেছিলেন। ধর্ষণের চেষ্টা করেননি বলে তিনি দাবি করেছেন।

ওসি আরও বলেন, তাঁর ছেলের স্ত্রীর দাবি যে, তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে। ছেলেও বাবার বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।