ঢাকা সকাল ৯:৪০। শুক্রবার ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায়  ইভটিজিংকে কেন্দ্র করে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

Somoyer Kotha
এপ্রিল ১, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় স্কুল ছাত্রীকে ইভটিজিং কেন্দ্র করে ছাত্রীর বাবা, চাচা ও ফুফাতো ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। ঈদের দিন দুপুরে সোমবার (৩১ মার্চ)  উপজেলার আলগী ইউনিয়নের গোডাউন বালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
গুরুতর আহত ছাত্রীর বাবা গফফার মিয়া (৫৫),  চাচা ছত্তার মিয়া (৬০) ও ফুফাতো ভাই তাইমুর মাতুব্বর (১৯)কে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আলগী ইউনিয়নের এস এস সি পরীক্ষার্থী জনৈকা ছাত্রী (১৭) কদিন আগে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২) ইভটিজিং করে। বিষয়টি স্কুল ছাত্রী তার বাবা-মাকে জানানোর পর ছাত্রীর বাবা ও চাচা বিষয়টি বখাটেদের যুবকদের অভিভাবকদের জানায়। এতে ওই বখাটেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তিনজনকে কুপিয়ে জখম ও বাড়ি ভাংচুর করে।
আবু সাঈদ মিয়া বলেন, সিয়াম, রিফাত, সাকিব আমার ভাতিজিকে ইভটিজিং করে। বিষয়টি অভিভাবকদের জানালে রবিবার রাত ১১ টার দিকে বাড়ির সামনে এসে আতশবাজি ফোটায়। এমনকি আতশবাজি বাড়ির ভিতরেও নিক্ষেপ করে। বিষয়টি পুনরায় অভিভাবকদের জানালে সোমবার দুপুরে তিন বখাটে সহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভিতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় আমাদের বাড়ির ৩ টি ঘর ভাঙচুর ও মালামাল লুট করে বলে তিনি অভিযোগ করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন জানান, একটি মেয়েকে ইভটিজিং ঘটনা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০