ঢাকা বিকাল ৫:২৭। শুক্রবার ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রুয়েটের আরও এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Asha Mony
মে ২২, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: তিন দিনের ব্যবধানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আগেরজনের মতো এই শিক্ষার্থীও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত এই শিক্ষার্থীর নাম সামিউর রহমান (২২)। তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ সিরিজের চতুর্থ বর্ষের ছাত্র। রাজধানীর ধানমন্ডি নর্থ রোডে তার বাড়ি। তার বাবার নাম মৃত আবদুর রহমান সরকার। রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকায় রহিমা লজ নামের একটি ছাত্রবাসে থাকতেন সামিউর। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ছাত্রাবাসের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর পরিবারে খবর দেওয়া হয়।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, শনিবার রাতে ছাত্রাবাসের শিক্ষার্থীরা সামিউরকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় সংবাদ দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। এ সময় রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দরজার তালা ভেঙে সামিউরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ওসি জানান, এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। দুই দিন আগে সামিউর ঢাকার বাড়ি থেকে রাজশাহী এসেছেন। তারপর কেন আত্মহত্যা করেছেন সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আর ময়নাতদন্ত শেষে রোববার বড় ভাইয়ের কাছে সামিউরের লাশ হস্তান্তর করা হয়েছে। সামিউরের বড় ভাইও রুয়েটের শিক্ষার্থী ছিলেন।
এর আগে গত ১৭ মে রুয়েটের ছাত্রাবাস থেকেই তানভীর আহমেদ (২৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানভীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তানভীর সম্প্রতি কয়েকটি পরীক্ষায় ফেল করেছিলেন বলে তদন্ত করতে গিয়ে তথ্য পেয়েছে পুলিশ। প্রকৌশল পড়াশোনা করলেও তাঁর মন পড়ে থাকতো সাহিত্যে। তিনি লেখালেখি করতেন। এবার বইমেলায় তার একটি বইও বেরিয়েছিল।
এভাবে রুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনার শেষপর্যায়ে এসে আত্মহত্যা করার বিষয়টি ভাবিয়ে তুলেছে সবাইকে। রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আউয়াল বলেন, ‘বিষয়টি আমাদের ভাবাচ্ছে। এ বিষয়ে আগামীকাল (সোমবার) উপাচার্য একটি সভা ডেকেছেন। সেখানে অন্য বিষয়ের সঙ্গে এটিও গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। কীভাবে শিক্ষার্থীদের সচেতন করা যায় সে বিষয়টি দেখা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০