নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। বিকাল ৫:৩৬। ৫ মে, ২০২৫।

তামিমকে জয় উৎসর্গ করল মোহামেডান

subadmin
এপ্রিল ৭, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। মূলত মোহামেডানের হয়ে টসের পর হার্ট অ্যাটাক হয় অধিনায়কের। তামিমকে হাসপাতালে রেখে সেদিন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল তার দল। ঈদের বিরতির আগে সেটিই ছিল লিগের শেষ ম্যাচ।

প্রায় দুই সপ্তাহের বিরতির পর আবারো মাঠে ফিরেছে ডিপিএল। গতকাল রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহামেডান।

ঈদের বিরতির পর দল মাঠে ফিরলেও ফেরা হয়নি তামিমের। কবে ফিরবেন সেটাও এখন সময়ের হাতেই। তাইতো গতকালকের ৫ উইকেটের জয়টা তামিমকে উৎসর্গ করেছে মোহামেডান।

তামিমের অনুপস্থিতিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানকে নেতৃত্ব দেন তাওহিদ হৃদয়। গতকাল প্রাইম ব্যাংককে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় বলেন, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকের (রোববার) জয়টি তামিম ইকবাল ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাতে মিস করেছি।’

গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরে যান তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। তখন বিসিবির এক চিকিৎসক বলেছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন ফলে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যাচ্ছেন।

গত এক সপ্তাহ ধরে নিজের বাড়িতেই অবস্থান করছেন তামিম। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। তামিমকে আরো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা আছে তার পরিবারের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।